কাঁপছে টেকনাফ
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৯:২৭:১৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : কয়েকদিন বিরতির পর ফের গোলাগুলি শুরু হয়েছে টেকনাফের ওপারে। বৃহস্পতিবার রাতভর একের পর এক বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছে। টেকনাফ সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তারা এত জোরালো শব্দ শোনেননি।
তাদের ভাষ্য হচ্ছে, দিনের বেলায় সবকিছু মোটামুটি শান্ত থাকলেও গত এক সপ্তাহের বেশি সময় যাবৎ সীমান্তের ওপার থেকে প্রতিরাতে বিকট শব্দ শোনা যাচ্ছে। এর মাঝে গতকালের বিস্ফোরণ সবচেয়ে ‘ভীতিকর’ ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তাদের বর্ণনা অনুযায়ী, গতকাল প্রতিটি শব্দের পর টেকনাফ কেঁপেছে।
যা হচ্ছে টেকনাফে :
বাংলাদেশ ও মিয়ানমারকে আলাদা করেছে নাফ নদ। নদের এপারে বাংলাদেশের টেকনাফ। আর ওপারে মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্য রাখাইনের মংডু শহর। মিয়ানমারের রাখাইন রাজ্যে মিয়ানমার আর্মি ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত দীর্ঘদিনের। তাদের মধ্যে সংঘাত যখনই জোরালো হয়, তখনই তা টের পায় বাংলাদেশও।
এই দফায়ও সেটি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা। সেখানে দু’পক্ষের মাঝে এখন গোলাগুলি হচ্ছে, বিমান হামলা চলছে। টেকনাফের স্থানীয় বাসিন্দা জাকারিয়া আলফাজের সঙ্গে এ নিয়ে বিবিসি’র কথা হয় শুক্রবার।
তিনি বলছিলেন, বিমান হামলা হলে বিকট শব্দ হয়। এতে আমাদের মাটি, ঘর, বাড়ি পর্যন্ত কেঁপে ওঠে। রাতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। বিশেষ করে বাচ্চারা অনেক ভয় পায় তখন। গত সাত থেকে ১০ দিন ধরে বোমা বিস্ফোরণের অনেক বিকট শব্দ শোনা যায়। মনে হয়, বোমাগুলো আমাদের গ্রামেই পড়তেছে। ওইসময় মানুষের ঘরবাড়ি কেঁপে ওঠে।তিনি জানান, বৃহস্পতিবার রাতেও তারা সাতটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং নির্ঘুম রাত কাটিয়েছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিলো, দিনেও কি একই রকম পরিস্থিতি থাকে?
উত্তরে তিনি বলেন, দিনে পরিবেশের অনেক শব্দ থাকে। তখন এই শব্দ বেশি প্রভাব ফেলতে পারে না। কিন্তু রাতে আর ভোরে যে বিস্ফোরণটা হয়, সেটা মারাত্মক। তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জানিয়ে তিনি যোগ করেন, এই সমস্যার সমাধান হওয়া দরকার। এটা যদি সাময়িক হত, তাহলে তেমন উদ্বিগ্ন হওয়ার বিষয় ছিল না। কিন্তু এটি এখন নিয়মিত হচ্ছে। বৃহস্পতিবার রাতের পরিস্থিতি বর্ণনা করে কক্সবাজারের স্থানীয় সাংবাদিক আজিম নিহাদ বিবিসিকে জানান, এই ধরনের বিকট শব্দ খুব একটা শোনা যায় নাই আগে। গতকাল রাতে ১১টা থেকে একটার মাঝে টেকনাফের লোকজন শুনতে পেয়েছে । মংডু ও তমব্রু, দুই সীমান্ত থেকেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে তিনি জানান। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীও বলেন, গতকাল রাতে টেকনাফের চারপাশ বা সেন্টমার্টিনের আশেপাশের এলাকা কেঁপে ওঠে।