কেমুসাস বইমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৭:১৩:০৯ অপরাহ্ন
দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আলম বলেছেন, শিশুদেরকে ইতিবাচক চিন্তায় বড় করে তুলতে হবে। এজন্য বইপাঠের সাথে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। এতে করে তাদের মধ্যে চিন্তাশক্তির বিকাশ ঘটবে।
মঙ্গলবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর ১৬ দিনব্যাপী অষ্টাদশ বইমেলার তৃতীয় দিনে ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদের কার্যকরী কমিটির সদস্য ও ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং অষ্টাদশ কেমুসাস বইমেলা উপকমিটির সদস্য সচিব কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, বইমেলা উপকমিটির সদস্য গল্পকার মিনহাজ ফয়সল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার চিত্রশিল্পী কবির আশরাফ এবং চিত্রশিল্পী সামিয়া খাতুন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে প্রথম হন জুনাইনাহ যিকরা ওয়াফা, দ্বিতীয় হন যৌথভাবে নাজমুস সাকিব তোয়ামিন ও ফাতিমা আকমল তানশীয়াত এবং তৃতীয় স্থান লাভ করেন অভ্রনীলা বণিক। ‘গ’ গ্রুপে প্রথম স্থান লাভ করেন ফাতিন ইশরাক মাহির, দ্বিতীয় স্থান লাভ করেন আফনানুল করিম চৌধুরী এবং তৃতীয় স্থান লাভ করেন তাহরিয়া হোসেন। ‘ঘ’ গ্রুপে প্রথম স্থান লাভ করেন মাইশা নুসরাত তাহা, দ্বিতীয় হন জায়ারা আফরিন চৌধুরী এবং তৃতীয় স্থান লাভ করেন আসমা উল হুছনা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করেছিল ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা। তাদের বিষয় ছিল জুলাই বিপ্লব, মাধ্যম ছিল প্যাস্টেল কালার, ‘গ’ গ্রুপে ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের বিষয় ছিল জুলাই বিপ্লব এবং মাধ্যম পেন্সিল স্ক্যাচ। ‘ঘ’ গ্রুপে কলেজ, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিষয় ছিল জুলাই বিপ্লব এবং মাধ্যম জল রং। বিজ্ঞপ্তি