লালদিঘীরপারে কিশোরের ঘুষিতে কিশোরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৯:০৫:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বন্দরবাজারে এক কিশোর দোকান কর্মচারীর ঘুষিতে আরেক কিশোর কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বন্দরবাজার লালদিঘীরপারস্থ অস্থায়ী হকার মার্কেটে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ী কিশোরকে আটক করেছে পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কিশোর মো. জাহিদ খান (১৬) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে ও সে লালদিঘীরপারস্থ অস্থায়ী মার্কেটের একটি চায়ের দোকানে কাজ করতো। অপরদিকে আটক কিশোর ফরহাদ (১৬) নগরীর লামাপাড়ার বাদশা মিয়ার কলোনির বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে। সে একই মার্কেটে একটি মাছের দোকানে কাজ করতো। সোমবার রাতে তারা দুজন পানি আনতে টিউবওয়েলে গেলে একে অন্যকে কিল ঘুষি দিয়ে খুনসুঁটি করে। এমন সময় মাছ দোকানের কর্মচারীর একটি ঘুষি চায়ের দোকানের কর্মচারী স্পর্শকাতর স্থানে পড়লে সে মৃত্যুর কুলে ঢলে পড়ে।
এসএমপির কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক জালালাবাদকে জানান, এ ঘটনায় অভিযুক্ত কিশোর ফরহাদকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর নিহত সিলেট কিশোর জাহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অভিযুক্ত কিশোর ফরহাদকে আসামী করে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।