চেম্বার প্রশাসক নিয়োগে ৪ সংগঠনের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৪, ৯:৪৪:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: পকেট কমিটি বিলুপ্ত করে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে প্রশাসক নিয়োগ করায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা ও নতুন প্রশাসককে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের ৪টি সংগঠন। বুধবার আলাদা আলাদা বিবৃতিতে তারা এই অভিনন্দন জানান।
এতে বিসিক শিল্প মালিক সমিতি গোটারিকর সভাপতি কাজী মঈনুল হোসেন ও কোষাধ্যক্ষ নূরুল ইসলাম সুমন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ নাসিব সিলেট জেলা শাখার সভাপতি আলীমুল এহছান চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট গাজী জিনাত আফজা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সিলেট সভাপতি যুবায়ের রকিব চৌধুরী ও সহ-সভাপতি মো. নুরুল আলম এবং সিলেট ব্যবসায়ী পরিষদ আহবায়ক আমিরুজ্জামান চৌধুরী দুলু ও যুগ্ম আহবায়ক খন্দকার সিপার আহমদ এই অভিনন্দন জানান।
উল্লেখ্য: মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার মহাপরিচালক মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে ২০২৪-২৫ সালের কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয়।
এর আগে ৮ ডিসেম্বর কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে ৪ দিনের আল্টিমেটাম দেন সিলেটের ব্যবসায়ীরা। আল্টিমেটামের দুদিনের মাথায় চেম্বারে প্রশাসক নিয়োগ হয়ে যায়।