বিজয় দিবসে এনজেএল’র ফ্রি ইএনটি অপারেশন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৭:৫৪:০৪ অপরাহ্ন
সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ১০ জন রোগীর নাক-কান-গলার বিভিন্ন অপারেশন করা হয়।এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেন, ডা. নাঈম একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন নিজের জন্মদিনে ও বিভিন্ন জাতীয় দিবসে বিনামূল্যে অপারেশন করছেন। এখানে শুধু শ্রম না অনেক খরচেরও ব্যাপার রয়েছে, যা তিনি বহন করে যাচ্ছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেঃ জেনারেল ওমর রাশেদ মুনির। এনজেএল এর ম্যানেজিং ডিরেক্টর এডভোকেট মোঃ রেজাউল করিম তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস, ওসমানী মেডিকেল মেডিসিন বিভাগের রেজিস্টার ডা. আসাদুজ্জামান রাকিব, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু ও শামীম আহমেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডা. নূরুল হুদা নাঈম বলেন, আল্লাহ যে নিয়ামত দান করেছেন আমাকে ডাক্তার বানিয়েছেন, অপারেশন করার ক্ষমতা দিয়েছেন সেই সব নিয়ামতের হক আদায় করার উদ্দেশ্যেই এ আয়োজন। আমরা সবাই যে যার অবস্থান থেকে এরকম বিভিন্ন উদ্যোগ নিলে সমাজের সুবিধাবঞ্চিতরা উপকৃত হবে নিঃসন্দেহে।
উল্লেখ্য, এনজেএল এর সামাজিক কার্যক্রমের আওতায় বিজয় দিবসে ১০ জন রোগী, স্বাধীনতা দিবসে ১০ জন এবং ৩০ ডিসেম্বর জন্মদিনে প্রতিবছর এনজেএল টিম্পানোপ্লাস্টি ডে পালিত হয় এবং এ উপলক্ষে ২০ জন রোগীর কানের পর্দা জোরা লাগানোর অপারেশন করা হয়। বিজ্ঞপ্তি