সাগরদিঘীরপারে অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ৮:৫৬:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর সুবিদবাজার সংলগ্ন সাগরদিঘীরপারে অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাগরদিঘীরপাড় ওয়াকওয়ের পাশে নির্মিত কয়েকটি ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিস স্টেশন তালতলার ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে সেখানে থাকা অন্তত ৪টি ঘর পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশন তালতলা স্টেশনের সিনিয়র অফিসার বেলাল আহমদ বলেন- খবর পাওয়ামাত্র আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতে ঘটনা ঘটেনি। তবে অন্তত ৪টি ঘরের মালামাল পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে ও কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এসব খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ঐ ৪টি ঘর নিয়ে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বলছে এটা হাসপাতালের কোয়ার্টার, কেউ বলছেন এটা সরকারী কোয়ার্টার আবার কেউ বলছেন এটা কলোনী। আমরা এখনো এ ব্যাপারে নিশ্চিত হতে পারিন। তবে ৪টি ঘরের সকল আসবাবপত্র পুড়ে গেছে।