কোরআন শিক্ষা পরিষদের দুই প্রবাসীকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৪, ৫:৪৭:৫৯ অপরাহ্ন
আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশের উদ্যোগে পরিষদের প্রবাসী সদস্য কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ইরশাদ এবং নিউইয়র্ক প্রবাসী মিজানুর রহমান শামীমের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে নগরীর দরগা মহল্লাস্থ আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের হলরুমে অনুষ্টিত হয়।
আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের সেক্রেটারি অধ্যাপক ফরিদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মো. আমিনুল ইসলাম আমিন। ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের শিক্ষক হাফিজ মাওলানা ক্বারী ছহুল আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রবাসী সদস্য মোহাম্মদ ইরশাদ এবং নিউইয়র্ক প্রবাসী মিজানুর রহমান শামীম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা সামসুদ ইমাদ, ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের শিক্ষক ক্বারী হুসেন আহমদ ইসলাহ প্রমুখ। এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আহমদ ইব্রাহিম হাসান, মোস্তাকিম বিল্লাহ ও আহমাদ ইয়াহইয়া হুসাইন। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি