পাইলট স্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৮:৩৪:০৫ অপরাহ্ন
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আভা রানী দেব এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু নছব মোহাম্মদ সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আজির উদ্দিন, সাইদুল হক, রুহুল আমিন, সিনিয়র শিক্ষক মাসুক মিয়া, হুমায়ুন কবির, ফৌজিয়া আক্তার, কাজী আশরাফ হোসেন, ফরিদা ইয়াসমিন, মাহমুদুর রহমান, জয়নাল আবেদিন খান, আবুল খায়ের, বিপ্লব নন্দী, আজিজুর রহমান, কাজল মালাকার, আক্তারুজ্জামান, ছালেহ আহমদ, নুরুল ইসলাম প্রমুখ। এছাড়া প্রধান শিক্ষক মো. কবির খানের স্মৃতিচারণ করে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. কবির খানের সম্মানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে ফুল ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিজ্ঞপ্তি