ওয়ার্ক অর্ডার না হওয়ায় কাজ হচ্ছেনা পিরিজপুর-সোনারহাট রাস্তা
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৭:১৯:৫৯ অপরাহ্ন
গোয়াইনঘাটে প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটের পিরিজপুর সোনারহাট রাস্তা গত ৩ বছর ধরে মরণফাঁদে পরিণত রয়েছে। গত বন্যার পর জরুরী মেরামত কাজের টেন্ডার হলেও কাজ শুরু হচ্ছেনা। ঠিকাদার বলছেন ওয়ার্ক অর্ডার হয়নি। এলাকাবাসী বলছেন রাস্তার কাজ না হলে আসছে বর্ষা মৌসুমেও শিক্ষার্থীসহ লক্ষ মানুষের যাতায়াতে আরও দুর্ভোগ পোহাতে হবে।
গত বন্যার পর এই রাস্তার কলেজ থেকে আলীরগ্রাম পর্যন্ত প্রায় দেড় কি. মি. ক্ষতিগ্রস্ত হয়। জরুরী মেরামতের জন্য দেরীতে হলেও প্রায় ৪৩ লক্ষ টাকার টেন্ডার গ্রহণ করেন বীরবল নামে ঠিকাদার। ওয়ার্ক অর্ডার না পাওয়ায় কাজ শুরু হচ্ছেনা বলে জানান তিনি। এদিকে ভাঙ্গা রাস্তায় মাটি দেয়ার শুষ্ক সময় চলে যাচ্ছে। এ উপজেলায় আগাম বন্যা বৃষ্টি লেগেই থাকে। কাজের উদাসীনতা জনদুর্ভোগ আরও বাড়াবে এমন শঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
উনাই ব্রীজের কাজ ২২ সালে শুরু হলেও এখনও শেষ হয়নি। এপ্রোচের কাজ বাকী। দু’ধারে দেয়ার জন্য যে ব্লক তৈরী হচ্ছে তা বালু ও কাদা মিশ্রিত থাকায় ধরতেই ভেঙ্গে যায়। এলজিইডির সংশ্লিষ্টদের বিষয়টি জানালেও কোন কাজ হয়নি। এমনকি কাজ পরিদর্শনেও কেউ আসেনি এমন অভিযোগ স্থাানীয় জনসাধারণের। এ ছাড়া আলীরগ্রাম উত্তর অংশ থেকে সোনার হাট পর্যন্ত রাস্তা ১০ কোটি টাকা ব্যয়ে ঢাকার এসআর কর্পোরেশন গত বছরের প্রথম দিকে কাজ শুরু করলেও শুধু ভেঙ্গেচুরে রাখা হয়েছে পরগনাবাজারের উত্তর অংশ থেকে। একদিন কাজ হলে ১৫/২০ দিন বন্ধ থাকে।
এলাকাবাসীর প্রত্যাশা পিরিজপুর সোনার হাট রাস্তার কাজ দ্রুত করতে এলজিইডির উর্ধতন কর্তৃপক্ষ আন্তরিক হবেন অন্যথায় অন্তহীন দুর্ভোগের শিকার হতে হবে উত্তর গোয়াইনঘাটের লক্ষাধিক জনসাধারণের।