মাঠের চারপাশে ড্রোন দিয়ে সার্বক্ষণিক নজরদারী করা হবে
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৮:৪৯:৪৬ অপরাহ্ন
তাফসীর সফলে এসএমপিতে সমন্বয় সভা
স্টাফ রিপোর্টার : আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারী সিলেট এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কুরআনের ৩দিনব্যাপী তাফসীর মাহফিলে সফলের লক্ষ্যে এসএমপির উদ্যোগে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে এসএমপি হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এসএমপি পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধনের লক্ষ্যে সমন্বয় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৩ দিনব্যাপী তাফসীর মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আনজুমান, আলেম সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ যার যার মতামত উপস্থাপন করেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করেন।
এসএমপি কমিশনার মোঃ রেজাউল করিম এসএমপি পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এমসি কলেজ মাঠের চারপাশে ড্রোন দিয়ে সার্বক্ষণিক নজরদারীর ব্যবস্থা করা হবে বলে জানা। ঐতিহাসিক মাহফিল সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সকল সংস্থার পাশাপাশি সিলেটের জনসাধারণনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ বশির আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে ডিবি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) তাহিয়াত আহমেদ চৌধুরী, ৭ এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ স্নিগ্ধ আখতার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) রাজীব কুমার দেব, ডিজিএফআই এর সহকারী পরিচালক মোঃ মামুন সরকার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিলেট এমসি কলেজ অধ্যক্ষের প্রতিনিধি সহকারী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, র্যাব-৯ সিলেট এর প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুর রহমান, ৩৪ বীর বাংলাদেশ সেনা বাহিনীর সিলেটের প্রতিনিধি ক্যাপ্টেন শাহরিয়ার নজরুল শাওন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি প্রকৌশলী মোঃ আলী আকবর, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের প্রতিনিধি ডা. মোঃ আতিকুল ইসলাম, সিভিল সার্জন সিলেটের প্রতিনিধি ডা. মোঃ আবীর হোসেন, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জ এর সহকারী পরিচালক মোহাম্মদ মিরাজুল ইসলাম খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট এর উপ-সহকারী পরিচালক বেলাল হোসেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ একরামুল হক, সহ-সভাপতি মাওলানা ইসহাক আল মাদানী, সিলেট মহানগর জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন্ নূর, মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফেজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোঃ শাহজাহান আলী, বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফেজ মিফতাহ্ উদ্দিন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, সিলেট আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন, বিশিষ্ট আলেমে দীন মাওলানা আব্দুল হাই জিহাদী প্রমূখ।