দক্ষিণ সুরমা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৮:৪৮:২৯ অপরাহ্ন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। জীবনে সফল হতে হলে শুধুমাত্র একাডেমিক ফলাফলের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয় বরং খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন করাও প্রয়োজন।
তিনি সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুচরিতা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক বেগম নুছরত হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ শাখা পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় লাক্কাতুরার প্রাক্তন প্রধান শিক্ষক জহুর আহমদ, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা জাফরিন রোজী, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক (অব.) ফেরদৌসী খানম চৌধুরী।
দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের সহকারি শিক্ষক (জীব বিজ্ঞান) পূর্ণিমা দাশ তালুকদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক অনিল কুমার দত্ত, মো. ফারুক আহমদ, মো. আবুল কালাম আজাদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. আরিফ হোসেন।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদিয়া আফরিন সিগ্ধা এবং গীতা পাঠ করেন কিংশুক বিশ্বাস সৌমিক। বিজ্ঞপ্তি