ইসহাক মাদানীর মৃত্যু ইসলামী শিক্ষাঙ্গনের অপূরণীয় ক্ষতি: মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৫, ৮:৪৫:২৩ অপরাহ্ন
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আলেমরা সমাজের পথ প্রদর্শক। তারা সমাজকে ইসলামী আর্দশের দিকে পরিচালিত করতে কাজ করে থাকেন। ইসলামী শিক্ষার প্রচার প্রসার ও শান্তিময় সমাজ গঠনই তাদের জীবনের মিশন ও ভিশন। শায়খুল হাদীস আল্লামা ইসহাক আল-মাদানী (রহ:) আজীবন ইসলামী শিক্ষার প্রচারে কাজ করেছেন। তার মৃত্যু ইসলামী শিক্ষা অঙ্গনের অপূরণীয় ক্ষতি। যা সহজে পূরণ হওয়ার মত নয়।
তিনি বুধবার নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস, শায়খুল হাদীস আল্লামা ইসহাক আল-মাদানীর স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামেয়ার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা আলী হায়দারের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, জামেয়ার উপাধ্যক্ষ ও মরহুমের ছাত্র মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সহকারি অধ্যাপক মাওলানা কমর উদ্দিন, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, হাজী কুদরতল্লাহ মসজিদের ইমাম ও খতীব এবং জামেয়ার আরবী প্রভাষক শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, মরহুমের পুত্র হাফেজ মাওলানা হাসান আল-বান্না ও পাঠানটুলা জামেয়ার ছাত্র প্রতিনিধি কাওছার হামীদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়ার সহকারি অধ্যাপক আলী আহমদ, সহকারি অধ্যাপক ফারুক মিয়া, আবু বকর সিদ্দিক, মাওলানা সাইফুর রহমান ও মাওলানা শওকত আলী প্রমুখ।
স্মরণসভা ও দোয়া মাহফিলে মরহুম শায়েখ ইসহাক আল-মাদানীর মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি