জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৯:৪৯:২৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রাজনৈতিক সহিংতায় ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫৯৪ জন। গত ডিসেম্বরে (২০২৪) এ ধরনের সহিংসতায় নিহত হয়েছিলেন ৯ জন, আর ৩১২ জন আহত হয়েছিলেন। চলতি মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনাও বেড়েছে গত ডিসেম্বর মাসের চেয়ে। বিএনপির দলীয় কর্মীদের অন্তর্দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেই চলেছে।
মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) জানুয়ারি (২০২৫) মাসের মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠিয়েছে এমএসএফ। প্রতিষ্ঠানটি সংবাদপত্রের প্রতিবেদন এবং নিজেদের তথ্যানুসন্ধানের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করে।প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে মোট ৫৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। আর আগের ডিসেম্বরে এমন ঘটনার সংখ্যা ছিল ৫৪।
এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে রাজনৈতিক সহিংসতায় মামলার সংখ্যা কমে গেলেও দুষ্কৃতকারীদের হাতে রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাসহ নিজেদের অন্তর্দ্বন্দ্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক। বিএনপির দলীয় কর্মীদের অন্তর্দ্বন্দ্ব লক্ষণীয়ভাবে বেড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেই চলেছে। যা জনমনে নিরাপত্তাহীনতা ও ভীতির সৃষ্টি করেছে।
এমএসএফের তথ্য অনুযায়ী, রাজনৈতিক সহিংসতা নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিএনপির, তিনজন আওয়ামী লীগের, একজন জামায়াতের ও একজন নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।সহিংসতার ৫৮টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্দ্বন্দ্বের ৪১টি, আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব দুটি, বিএনপি-আওয়ামী লীগ ১২টি, বিএনপি-জামায়াত দুটি ও একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে।