বিএনপি নেতা তারেক কালামের জানাযা আজ
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮:২১ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একে এম তারেক কালাম এর নামাজে জানাযা আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় টুকেরবাজার শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
সোমবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬০ বছর। তার বাড়ি সিলেট সদর উপজেলার টুকেরবাজারের হায়দরপুর গ্রামে।
বিভিন্ন মহলের শোক: সিলেট জেলা বিএনপির সহ সভাপতি একে এম তারেক কালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপি সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সদর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সহ সভাপতি হাফিজ কাজী জুনাইদ আহমদ, সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজির উদ্দিন, সেক্রেটারি মাওলানা আল ইমরান। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি