সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৭:৫৯ অপরাহ্ন
কর অঞ্চল সুনামগঞ্জ (সার্কেল-১৮) এর অতিরিক্ত সহকারি কর কমিশনার মো. আব্দুল বাছিত বলেছেন, প্রত্যেক নাগরিকের উচিত কর প্রদানকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা। কর প্রদানের মাধ্যমে একজন ব্যক্তি কেবল নিজের দায়িত্বই পালন করেন না, বরং জাতীয় অগ্রগতিতেও সরাসরি অবদান রাখেন। কর প্রদানের সঠিক ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের সকলের সচেতন হতে হবে।
তিনি মঙ্গলবার সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির হাছননগরস্থ কার্যালয়ে সমিতির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারী মনোনীত হওয়ায় তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সজল কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রত্না সাহা, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমদ, আয়কর আইনজীবী রজত কান্তি দাস। বিজ্ঞপ্তি