ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৭:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরী থেকে আরো ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার রাতে নগরীর নবাব রোডস্থ মজুমদারপাড়া ১নং গলির ফখরুল ইসলামের কলোনির একটি পরিত্যক্ত কক্ষ থেকে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলো- নগরীর বাদামবাগিচা ৪নং রোডের আফছর মিয়ার কলোনির শমসের উদ্দিনের ছেলে আবদুন নূর (৫৪), লন্ডনী রোড অগ্রী-৮১ নম্বর বাসার নুরাজ মিয়ার ছেলে বিলাল আহমদ (৫১), জালালাবাদ থানার লালমাটিয়া এলাকার সাজ্জাদ মিয়ার বাড়ির মৃত ইউনুস আলীর ছেলে জান্নাত মিয়া (৩৫), চৌকিদেখি ৪৭/১ খান মঞ্জিলের আবদুল্লা মিয়ার ছেলে সেলিম মিয়া (৪০) ও কাজিটুলা মক্তব গলির ৪৭ নম্বর বাসার মহর উদ্দিনের ছেলে বিল্লাল মিয়া (৩৯)।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।