দিরাইয়ে গাঁজাসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩০:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩জনকে আটক করেছে র্যাব-৯। সোমবার (৩ ফেব্রেুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলার দিরাই থানা এলাকা থেকে ৩৯ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ইনাতাবাদ এলাকার মৃত শমরাজ মিয়া ছেলে মো. নাসির মিয়া (৫০), একই এলাকার ফজলুল হকের ছেলে আলম মিয়া (১৯) ও চুনারুঘাট থানার বাসুল্লা এলাকার আছন আলীর ছেলে নাজিব মিয়া (২৫)।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান, রোববার সুনামগঞ্জের দিরাই বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩৯ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় ১টি সিএনজি জব্দ করা হয়। মামলা দায়েরপূর্বক আটককৃতদের দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।