বেকা সিলেট ইউনিটের মাসিক সভা
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৩:৩৯ অপরাহ্ন
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটির দ্বিতীয় মাসিক সভা শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর তাঁতীপাড়স্থ দি এইডেড হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি সিলেট মেট্রোপলিটন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায়ের পরিচালনায় সভার শুরুতে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ১ম মাসিক সভার সিদ্ধান্ত ও প্রস্তাবসমূহ সম্পাদক বিভাস রায় উত্থাপন করলে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন বেকা সিলেট ইউনিটের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরী, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ. মালেক খান, উপদেষ্টা মেজর ড. তোফায়েল আহমেদ, উপদেষ্টা এমসি কলেজের সহযোগী অধ্যাপক সেকেন্ড লেঃ মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ সভাপতি মোঃ আতিকুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ শাহ-আলম রাফি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আহমেদ, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, সমাজকল্যাণ সম্পাদক গোলজার আহমেদ, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, নির্বাহী সদস্য হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মুনিম মল্লিক মুন্না, আব্দুল লতিফ, কো-অপ্ট সদস্য মোহাম্মদ ছদরুল ইসলাম, রুহুল আমিন, আমিনুল ইসলাম, জুনায়েদ আহমেদ, সাধারণ সদস্য এম.এ. মতিন, মোঃ এমদাদুল হক আকন্দ, শিল্পী রাণী ধর, মোঃ সাব্বির হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, আয়েসা সিদ্দিকা রেবা, মোঃ মোহিত খান, বাসুদেব তালুকদার, অনুপম দাস, মোঃ আলি হোসেন, আল মুক্তাকীম ইমরান, মোঃ আলাউর রহমান, এনামুল হক, সুলতান মোঃ রাজু প্রমুখ। বিজ্ঞপ্তি