ঢাকায় সাংবাদিকতায় মেধাস্বত্ত্বের চর্চা কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৮:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে সাংবাদিকতায় মেধাস্বত্ত্বের চর্চা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন SIBE-NIMC প্রকল্পের আওতায় ঢাকায় আয়োজিত এই কর্মশালায় কপিরাইট, ডিজিটাল মিডিয়া এবং সাংবাদিকতায় মেধাস্বত্ত্বের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মশালায় গণমাধ্যমের প্রতিনিধি, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মূল বক্তব্য প্রদান করেন কপিরাইট অফিস বাংলাদেশের সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী। এছাড়াও, সুপ্রিম কোর্টের আইনজীবী ও কপিরাইট গবেষক তাসলিমা জাহান এবং কনসালটেন্ট মোহাম্মদ খাইরুল হাসান মেধাস্বত্ব সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, বর্তমান বাণিজ্যিক বিশ্বে মেধাস্বত্ত্বের গুরুত্ব অত্যন্ত বেশি। তারা কৃষি, শিক্ষা, গবেষণা, বিজ্ঞান-প্রযুক্তি এবং শিল্প-সংস্কৃতির সুরক্ষায় কপিরাইট আইন ও জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। কর্মশালায় মাধ্যমে গণমাধ্যম ও সাংবাদিকতার ক্ষেত্রে মেধাস্বত্ত্ব সংরক্ষণ ও এর প্রয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আশা করা হয়। এছাড়াও কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহারের ফলে কপিরাইট আইন আরও কঠোর করার আহ্বান জানানো হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।