একটি কালভার্টের অভাবে সহস্রাধিক মানুষের দুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৯:৪৫ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে একটি কালভার্টের অভাবে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীসহ সহস্রাধিক এলাকাবাসীর। ফলে ব্যহত হচ্ছে গ্রামের অবকাঠামোগত উন্নয়ন। বিশেষ করে জরুরীসেবা, শিক্ষার্থীদের পাঠগ্রহণ ও নারীশিক্ষা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাঁচপাড়া (তুড়গ্রাম) খালের উপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোটি খালের দুইপারের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণ এ বাঁশের সাঁকো দিয়েই যাতায়াত করতে হয়।
গ্রামের বাসিন্দারা জানান, উপজেলার গারো সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোওর বাজার উচ্চবিদ্যালয়, পাঁচপাড়া মাদরাসাসহ মক্তবে পড়ুয়া ছাত্রছাত্রীদের একটি বড় অংশ জীবনের ঝুঁকি নিয়ে এ সাঁকোর উপর দিয়ে প্রতিদিন চলাচল করে থাকে। এছাড়া গ্রামবাসী চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে উপজেলা সদরসহ পার্শ্ববর্তী কোওর বাজার এবং ইউনিয়ন পরিষদে যাতায়াতের জন্য এই সাঁকোটি ব্যবহার করে থাকেন। ফলে নিত্যপ্রয়োজনীয় মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও অদ্যাবধি তারা কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে আধুনিক যুগে বাঁশের সাঁকো দিয়ে চলতে হচ্ছে তাদের। জরুরী চিকিৎসা, গর্ভবতী মহিলারা সেবা বঞ্চিত রয়েছেন। তাদের প্রত্যাশা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রামের মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবে আন্তরিক হবেন।