বিবিসিকে ড. ইউনুস : বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টায় ‘পলাতক দল’
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ১০:৪৩:৩৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি ‘পলাতক দল’। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেছেন, ভারতের সঙ্গে একটি দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝির মেঘ রয়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে বাংলাদেশ।
ভারত সংক্রান্ত প্রশ্নে ইউনূস বলেন, ‘বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক সম্পর্ক খুবই ভাল। এই দুই দেশের মধ্যে সম্পর্ক ভাল না থেকে উপায় নেই। ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা পরস্পরের উপর নির্ভরশীল দু’টি দেশ। তাই ঘনিষ্ঠ সম্পর্ক থেকে বিচ্যুত হতে পারব না। শেখ হাসিনার সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। দ্বন্দ্বের কথা মেনে নিয়ে ইউনূস বলেন, ভারত এবং বাংলাদেশের মাঝে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমি এগুলিকে বলি মেঘ। মূলত অপপ্রচার থেকে এই মেঘ এসেছে। কারা সেই অপপ্রচার করবে, সেটা অন্য কেউ বিচার করবেন। কিন্তু অপপ্রচারের ফলে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা তা থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছি।
অন্তর্বর্তী সরকারের প্রথম সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছিল, জানিয়েছেন ড. ইউনূস। ভারত সরকারের সঙ্গে তাঁর সরকার সব সময় যোগাযোগ রাখছে। দুই দেশের মধ্যে বড় কোনও সমস্যা নেই বলেই দাবি করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।
আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে? এ প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, এই দেশে থেকে কারও অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা আমার নেই। তবে যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে।