গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : এমরান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫, ৯:৫৮:০২ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা বিগত ১৬ বছর দেশের মানুষকে একত্রে ইফতার ও সামাজিক অনুষ্ঠান করতে দেয়নি। কিন্তু জুলাই-আগস্টের বিপ্লবের পর স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, হাজার হাজার গুম ও খুনের দায়ে। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে চাই।
তিনি আরও বলেন দীর্ঘদিন থেকে বিনা ভোটের তথাকথিত ফ্যসিস্ট সরকারের এমপি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কোন উন্নয়ন করে নাই। শুধু লুটপাটে নিমজ্জিত ছিল। ইনশাআল্লাহ উন্নয়ন বঞ্চিত এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে আলোকিত এলাকা হিসাবে গড়ে তুলতে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।
মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আব্দুল হাকিম পারভেজ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন চলবে। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন রাহুল হোসেন শাহেল, আব্দুল কাদির শেলিম, দিলার আহমদ, রায়হান আহমদ, জাকির হোসেন, জুনু মিয়া, তাজ উদ্দিন, রশীদ আহমদ, জবান আহমদ, শাহাদাত হোসেন, সেবুল আহমদ, জয়নুল ইসলাম রিফাত, রাজু আহমদ, সুহীন আহমদ, লায়েছ আহমদ, মখলিছ খান, উসমান রাব্বানী, ইসলাম উদ্দিন, দৌলা হুসেন, জিতু মিয়া, মনসুর আহমদ, জাহাঙ্গীর আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি