বাড়বে তাপমাত্রা, বৃষ্টিরও আভাস
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৯:৫৮:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার বুলেটিনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ শুক্রবার সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও পটুয়াখালীতে-৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সিলেটে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৫ ডিগ্রী।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ শুক্র ও শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।