নির্বাচন ও সংখ্যালঘু নিয়ে ভারতের মন্তব্যের পাল্টা জবাব ঢাকার
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৯:৫৫:৩৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশের নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু ইস্যুতে ভারতের পক্ষ থেকে সম্প্রতি যে মন্তব্য করা হয়েছে, তা অযাচিত এবং অন্যদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল বলে মনে করে বাংলাদেশ। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। মুখপাত্র বলেন, বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইন-শৃঙ্খলা, সংখ্যালঘুর মতো বিষয়গুলো একান্তই অভ্যন্তরীণ বিষয়। এসব বিষয়ে (ভারতের) এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর ও বাস্তবতার ভুল প্রতিফলন। আশা করি ভারত সরকার এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
গত ৭ মার্চ দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন, নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।