নগরে স্বস্তির বৃষ্টি : হালকা ঝড়ে ৩ ঘন্টা বিদ্যুৎহীন বিভিন্ন এলাকা
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ১০:০৪:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শীত বিদায়ের পর থেকে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। কয়েক দফায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এক মাসেরও বেশী সময় ধরে বৃষ্টির দেখা পায়নি সিলেট। ফলে তাপমাত্রা ক্রমশই বাড়ছে। রমজানে এক পশলা বৃষ্টির জন্য অপেক্ষায় সিলেটের মানুষ। অবশেষে ইফতারের পরপরই নগরে নামে স্বস্তির বৃষ্টি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সিলেটে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। যা স্থায়ী ছিলো প্রায় ঘন্টাব্যাপী। বৃষ্টির সাথে স্বস্তি নেমেছে সিলেটে। কমে আসে গরমের রেশ। ঘন্টাব্যাপী সময়ে সিলেটে ৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তবে বৃষ্টির সাথে হালকা ঝড়ের আগমনে বিদ্যুৎহীন হয়ে পড়ে নগরীর বিভিন্ন এলাকা। ঝড়-বৃষ্টি শুরুর পর ৭টার দিকে নগরের বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে চলে যায় বিদ্যুৎ। কয়েক দফা চালুর চেষ্টা হলেও স্থায়ী হয়নি। ফলে তারাবির নামাজে থাকা মুসল্লীগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে রাত ১০টার দিকে বিদ্যুৎ স্বাভাবিক হয়।
মির্জাজাঙ্গাল বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের হেল্প লাইন নাম্বারে ফোন দিলে তারা জানান, ঝড়ের কারণে সার্কিট হাউজ থেকে শুরু করে বন্দরবাজারের কিছু এলাকার লাইন ফল্ট হয়ে যায়। ফল্টের স্থান খুঁজতে সময় লেগেছে।