গোয়াইনঘাটে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৭:৫৬:১৮ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট রাধানগর-সড়কের আলমনগর মসজিদ সংলগ্ন রাস্তায় অতর্কিত হামলায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম সাহেল শাহরিয়ার। তিনি পূর্নানগর গ্রামের মজিবুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহেল শাহরিয়ার (২০) রাধানগর থেকে মোটরবাইকে বাড়ি ফেরার পথে তাকে পিছন দিক থেকে আঘাত করে অজ্ঞান অবস্থায় ফেলে রাখা হয়। পরে লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহরিয়ার বাইকে যাত্রী ও চিনি পরিবহন করতো বলে জানা গেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।