শান্তিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৮:৪৫:২৪ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে খাস জমিতে ধান শুকানোর খলা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।মঙ্গলবার সকালে জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষের এক পক্ষে ছিলেন মুক্তার আলী ও অন্য পক্ষে শাহ আলম-হাবিব মিয়া।
মুক্তার আলীর পক্ষের আহতরা হলেন- মুহিবুর রহমান মানিক, জোনাক আহমদ, সহিন নুর, শাহীন রহমান, শামীম আহমদ, শাহার মিয়া, কামাল হোসেন, সেজু মিয়া, হুমায়ুন রশিদ, তারেকুল ইসলাম, হেলন মিয়া, তরমুজ আলী। শাহ আলম ও হাবিবের পক্ষে আহতরা হলেন- শাহ আলম, বদরুল ইসলাম, দুলাল আহমেদ, মকসুদ আলী, শফিক আলী, আইয়ুবর রহমান।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রঘুনাথপুর গ্রামে ধান শুকানোর জায়গা দখল ও পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে কথা-কাটা হয়। কথা-কাটাকাটি একপর্যায়ে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, সকালে রঘুনাথপুর মসজিদের সামনে ধান শুকানোর জায়গাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।