ফেসবুকে স্ট্যাটাস নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ : আহত ২০
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৯:১৬:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও দলীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আমীন আকাশ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাহী আহমেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় রাহির পক্ষ নেন তার মামা আজমিরীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলু। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ও দলের সিনিয়র নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। বিষয়টি মীমাংসার জন্য দলের সিনিয়র নেতারা উদ্যোগ নিচ্ছেন।