কাষ্টঘর থেকে ইয়াবাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৫, ৯:০৮:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে নগরীর কাষ্টঘর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুরের মৃত আব্দুল কাদেরের ছেলে দেলোয়ার হোসেন (১৯) ও সুনামগঞ্জ সদরের ইমতিয়াজ মিয়ার ছেলে সোহেল মিয়া (২১)। বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাষ্টঘরে অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।