বিশ্বনাথে আ. লীগ নেতা আটক
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৫, ৯:০৮:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথে হামলা-ভাঙচুর মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা সুজন মিয়াকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে বিশ্বনাথের জানাইয়া এলাকা থেকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলার জানাইয়া গ্রামের আবদুল মালিকের ছেলে। পুলিশ জানায়, বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা সুজন মিয়া। বিশ্বনাথ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা রয়েছে। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিল। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।