সুনামগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার ভারতীয় ফুসকা ও জিরা জব্দ
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৫, ৯:১২:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সীমান্ত থেকে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা-জিরা আটক আটক করা হয়।
বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৩/৮-এস হতে আনুমানিক ৬ কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে বিন্নাকুলী ও মোদেরগাওঁ এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা হয়। অভিযানে পরিত্যাক্ত বাড়ী ও গুদাম তল্লাশী করে ১৭ হাজার ৬৫০ কেজি ভারতীয় ফুসকা ও ৬০ কেজি জিরা করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪৫ লাখ টাকা।
টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম ও সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও জিরা আটক করা হয়েছে। আটককৃত ফুসকা ও জিরা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।