সুলতানপুর মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবনের’ ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৫, ৯:১৯:০৬ অপরাহ্ন
সিলেটের বালাগঞ্জ উপজেলার সুলতানপুরে আল জামিআতুত্তায়্যিবাহ সুলতানপুর ও হযরত শাহ সুলতান রহ. মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী এবং পরিচালনায় ছিলেন শিক্ষা সচিব মাওলানা নুমানুল হক চৌধুরী ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা তালেব উদ্দিন।
নবনির্মিত পাঁচতলা বিশিষ্ট ভবনের নামকরণ করা হয়, সুলতানপুর মাদরাসার প্রতিষ্ঠাতা মুহিউস সুন্নাহ শায়েখ আনওয়ারুল হক চৌধুরী (রহ.)-এর নামে ‘মুহিউস সুন্নাহ ভবন’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের শায়খুল হাদিস বিলাল বাওয়া, যুক্তরাজ্যের ডা. মাওলানা আশরাফ মাকদাম, শায়খুল হাদিস শফিকুর রহমান সুরইঘাটী, শায়খুল হাদিস মুখলিসুর রহমান কিয়ামপুরী, শায়খুল হাদিস নুরুল ইসলাম খান, হাফিজ মাওলানা মুফতি ওলিউর রহমান, শায়খ মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ী, শায়খুল হাদিস মাহমুদ হুসাইন, শায়খ বুরহান উদ্দিন, মাওলানা আব্দুল হাই উমরপুরী, শায়খ আতাউল হক জালালাবাদী, শায়খ আব্দুস সুবহানসহ প্রমুখ দেশ-বিদেশের প্রখ্যাত উলামা-মাশায়েখগণ। বিজ্ঞপ্তি