পাক-ভারত উত্তেজনা বাড়ছেই, সর্বোচ্চ ধৈর্যের আহবান জাতিসংঘের
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৫, ৯:১৯:১৩ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : পাকিস্তান-ভারতের মাঝে উত্তেজনা বেড়েই চলেছে। পাল্টাপাল্টি কড়া প্রতিক্রিয়ায় যুদ্ধাবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।ইতিমধ্যে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে দুই দেশের সেনার মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরের দিকে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এ উত্তেজনার খবরে বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন। জাতিসংঘের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দুই পারমাণবিক শক্তির মধ্যে এমন উত্তেজনা দক্ষিণ এশিয়ার জন্য বড় ধরনের হুমকি হতে পারে।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি শহর পহেলগামের কাছে এক সন্ত্রাসী হামলায় গত ২২ এপ্রিল (মঙ্গলবার) অন্তত ২৬ জন নিহত হওয়ার দুই দিন পর গোলাগুলির ঘটনা ঘটলো। পহেলগাম হামলার পর কোন প্রমাণ ছাড়াই নানা পদক্ষেপ ঘোষণা করেছে ভারত। প্রতিক্রিয়ায় পাকিস্তানও পালটা পদক্ষেপ নিয়েছে। ভারত ও পাকিস্তান ২০২১ সালে এই অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এর পরেও একাধিকবার এই চুক্তি লঙ্ঘন করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স সামরিক বাহিনীর একটি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কাশ্মীরে যাবেন এবং হত্যাকা-ের পরের ঘটনা নিজে তদারকি করবেন।
কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান।
স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।
জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায়, সে জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’
এদিকে, পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) একতরফা স্থগিত করার ভারতের সিদ্ধান্ত সম্পর্কে বিশ্বব্যাংককে (ডব্লিউবি) কিছু জানানো হয়নি। বিশ্বব্যাংক এ কথা জানিয়েছে বলে কয়েকটি সূত্র ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দুকে নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক এ চুক্তির ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ভারত ও পাকিস্তানের মধ্যে পানিবণ্টন-সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্বব্যাংক। এমন পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আলী মুর্তজাকে চিঠি লেখেন। চিঠিতে তিনি লেখেন, ভারত ওই চুক্তি স্থগিত করছে এবং ‘অবিলম্বে তা কার্যকর’ হবে।