মহাজনপট্টি থেকে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৫, ৯:৩০:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর মহাজনপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম তানভীর হোসেন (২০)। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বেতুরা গ্রামের মো. সুলেমানের ছেলে। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপি মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, আটক তানভীরের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।