এশিয়া জুড়ে নতুন প্রতিভাদের প্ল্যাটফর্ম ‘এশিয়ান কে-পপ স্টারস’
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৫, ৬:৩৪:৩৪ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: এশিয়া জুড়ে নতুন প্রতিভা খুঁজে বের করতে এবং তাদের একত্রিত করতে মালয়েশিয়ায় যাত্রা শুরু করেছে নতুন রিয়েলিটি টিভি শো ‘এশিয়ান কে-পপ স্টারস’ (AKS)। মালয়েশিয়ান ডিজিটাল জেনারেশন অর্গানাইজেশন (পিজিডিএম) এবং দক্ষিণ কোরিয়ার সিউলের ওয়ার্ল্ড কে-পপ সেন্টার (WKC) এর যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গত ২৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা শুরু হয়। পিজিডিএম-এর চেয়ারম্যান দাতিন সেরি ডা. হার্নি মোহাম্মদ জানান, এটি একটি বেসরকারি সংস্থা (এনজিও) এবং এশিয়ার বিভিন্ন দেশে ‘এশিয়ান কে-পপ স্টারস’ আয়োজনের একচেটিয়া মালিক। এবারের প্রতিযোগিতা পাঁচটি মৌসুমে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো ১৮ থেকে ৩০ বছর বয়সী নারী প্রতিভাদের অংশগ্রহণ নিশ্চিত করা। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার এবং ভিয়েতনাম। তবে, এশিয়ার অন্যান্য দেশ থেকেও আগ্রহীদের স্বাগত জানানো হচ্ছে।
বাংলাদেশ চ্যাপ্টারে মিডিয়া প্রতিনিধির দায়িত্ব পেয়েছেন দৈনিক যুগান্তর, যমুনা টিভি ও দৈনিক জালালাবাদের মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবির। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক অনুষ্ঠানের মাধ্যমে পিজিডিএম-এর চেয়ারম্যান তার হাতে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব তুলে দেন।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের স্ব-নিবন্ধনের মাধ্যমে কে-পপ গান ও নাচের ভিডিও ‘এশিয়ান কে-পপ স্টারস’ সচিবালয়ে পাঠাতে হবে। নিবন্ধন ফি নির্ধারিত হয়েছে ১৮ মার্কিন ডলার, তবে এপ্রিলের মধ্যে নিবন্ধন করলে প্রাথমিক ফি মাত্র ১০ মার্কিন ডলার। সেখানে প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে সেরা ৫০০ জনকে বাছাই করা হবে। এরপর কুয়ালালামপুর, জাকার্তা ও ব্যাংককে মুখোমুখি অডিশনের আয়োজন করা হবে। বিচারক হিসেবে থাকবেন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার খ্যাতিমান শিল্পীরা।
অডিশনের মাধ্যমে ৩০ জন প্রতিযোগী নির্বাচিত হয়ে কুয়ালালামপুরে পাঁচ সপ্তাহের বুটক্যাম্পে অংশগ্রহণ করবেন। এ সময় তাদের একটি গ্রামে একত্রে রাখা হবে, যা একেএস-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে। সব প্রতিযোগী প্রতি সপ্তাহে সরাসরি সম্প্রচারিত কনসার্টে অংশগ্রহণ করবেন। এই কনসার্টগুলো টিভি২-তে প্রচারিত হবে, আর আরটিএম হবে অনুষ্ঠানটির অফিসিয়াল সম্প্রচারক।
প্রতিযোগিতার পঞ্চম সপ্তাহ শেষে শীর্ষ ২০ জন প্রতিযোগীকে সর্বোচ্চ ২০,০০০ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার প্রদান করা হবে। পরবর্তীতে তাদের জানুয়ারি ২০২৬ সালে দক্ষিণ কোরিয়ার ওয়ার্ল্ড কে-পপ সেন্টারে ছয় থেকে ১৪ মাসের নিবিড় প্রশিক্ষণে পাঠানো হবে। পুরো প্রশিক্ষণ ব্যয় বহন করবে পিজিডিএম। এই ২০ জন ‘ডব্লিউকেসি’র রেকর্ডিং শিল্পী হিসেবে চুক্তিবদ্ধ হবেন এবং পিজিডিএম তাদের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ইমেইল: admin@pgdm.my ফোন: +৬০ ১৭-২৮২ ১৫৭১ / +৬০ ১৪-৭৫৩ ০৬৯১ ওয়েবসাইট: asiankpopstars.com প্রাথমিক নিবন্ধন: asiankpopstars.com/early পিজিডিএম ওয়েবসাইট: pgdm.my