বিধ্বস্ত বিমানে ছিলেন ৫৩ ব্রিটিশ নাগরিক
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ৬:১৪:৩৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটিতে ৫৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকট মেঘানি নগর এলাকায় বিধ্বস্ত হয়।
লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন- ২৩২ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য। যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA) এবং এয়ার ইন্ডিয়া যৌথ তদন্ত শুরু করেছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে। ব্রিটিশ নাগরিকদের উপস্থিতি নিশ্চিত হওয়ায় যুক্তরাজ্য সরকারও নিজ দেশের নাগরিকদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
এখনও পর্যন্ত কোনো সরকারিভাবে নিহত বা আহতদের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের কাছে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয়রা।
বিশেষজ্ঞদের ধারণা, লন্ডনের দীর্ঘ ফ্লাইটের জন্য জ্বালানি ট্যাঙ্ক পূর্ণ থাকায় আগুনের তীব্রতা অনেক বেড়ে যায়। এই দুর্ঘটনা ভারতের সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে। পরবর্তী সময়ে আরও তথ্য প্রকাশের সম্ভাবনা রয়েছে।