মোবাইল ই ওয়ালেটে রেমিট্যান্স প্রেরণে অনুমোদন দিল মালয়েশিয়া
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ৮:১৮:৩৪ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
এখন থেকে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা ঘরে বসেই একটি মোবাইল এ্যাপস্ ব্যবহার করে বাংলাদেশের সব মোবাইল ব্যাংকিং ও কর্পোরেট ব্যাংকে সহজেই বৈধ পন্থায় রেমিট্যান্স প্রেরণ করার অনুমোদন পেল বহুজাতিক সংস্থা রিয়া ই ওয়ালেট। এক্ষেত্রে ব্যাংক কিংবা মানিট্রান্সফার সেন্টারে সরাসরি যাওয়ার কোন প্রয়োজন নেই। প্রবাসীরা ঘরে বসেই মোবাইলে কর্মস্থলের বেতন গ্রহণ ও নিয়োগকর্তারা কর্মীদের রিয়া ই ওয়ালেটে বেতন প্রদান করতে পারবেন। মালয়েশিয়ার শ্রম মন্ত্রনালয় (জেটিকে) এ অনুমোদন প্রদান করে। বুধবার দেশটির জাতীয় দৈনিক বেরিতা হারিয়ান এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, কুয়ালালামপুরের লা মেরিডিয়ান হোটেলের গ্যালারীতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত বলা হয়, রিয়া মানি ট্রান্সফার এবং ইউরোনেট ওয়ার্ল্ডওয়াইড ইনকর্পোরেটেড এর একটি বাণিজ্যিক শাখা, মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় (জেটিকে) এসএম থেকে রিয়া ই ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল বেতন পরিশোধ করার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। এই অনুমোদনের মাধ্যমে রিয়া এখন মালয়েশিয়ার বৃহৎ প্রবাসী শ্রমিক জনগোষ্ঠীর জন্য একটি নিরাপদ, বৈধ চ্যানেলে ও নিয়মানুগ বেতন ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করতে পারবে, যাদের একটি বড় অংশ এখনও ব্যাংকিং সেবার বাইরে রয়েছে।
এই সমাধানটির আওতায় থাকবে, রিয়া পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম, রিয়া ওয়ালেট, রিয়া প্রিপেইড কার্ড প্রোগ্রাম (মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে তৈরি)। ডিজিটাল সার্ভিসের পাশাপাশি, মালয়েশিয়াজুড়ে টাকা পাঠানোর জন্য রিয়া মানি ট্রান্সফারের ৭৮টি শাখা রয়েছে। ডিজিটালের পাশাপাশি রিয়া মানি ট্রান্সফারে সেমি-ডিজিটাল সার্ভিসও রয়েছে, যা গ্রাহকদের ই ওয়ালেট এবং কাউন্টারের মাধ্যমে অফলাইনে রেমিটেন্স প্রদানের সুযোগ করে দেয়। রিয়া ই ওয়ালেট ও মাস্টার কার্ড ব্যবহার করে দেশে রেমিট্যান্স প্রেরণ সরকারও নিদিষ্ট হারে রাজস্ব পাবে। প্রবাসীরা ঘরে বসেই বৈধ চ্যানেলে বিকাশ, রকেট ও নগদ একাউন্টে পরিবারের কাছে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবেন ২৪ ঘন্টার যে কোন সময়। বাংলাদেশে নিরাপদে টাকা পাঠানোর জন্য রিয়া মানি ট্রান্সফার একটি দুর্দান্ত মাধ্যম বলে জানান রিয়া এর উর্ধতন কর্মকর্তারা। তারা আরও বলে ঘরে বসেই মোবাইল ব্যবহার করে সহজেই নিজ দেশে রেমিট্যান্স প্রেরণের সুবিধা থাকায় প্রবাসীরা অবৈধ চ্যানেল পরিহার করে বৈধ পন্থায় রেমিট্যান্স প্রেরনে উৎসাহিত হবে এবং দেশের অর্থনীতি হবে আরও সমৃদ্ধ।