ফেঞ্চুগঞ্জের মাহবুব পর্তুগালে বন্ধুকধারীর গুলিতে নিহত
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৩:৩৭:২২ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : পর্তুগালের লিসবনের আলমাদা শহরে বন্ধুকধারী সন্ত্রাসীর গুলিতে মাহবুবুল আলম নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন৷।
শুক্রবার সন্ধ্যায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘জামিলা মিনিমার্কাদো’-তে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাহবুবুল আলম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের যুক্তরাস্ট্র প্রবাসী নান্না মিয়ার ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে পর্তুগালে স্বপরিবারে বসবাস করছিলেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় একদল সশস্ত্র সন্ত্রাসী দোকানে প্রবেশ করে এবং দোকানের অর্থ লোটপাটের চেষ্টা চালায়। এতে মাহবুবুল আলম বাধা দিলে হামলাকারীরা মাহবুবুল আলমের বুকে পর পর ৩ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাহবুবুল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়।
পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ (Polícia Judiciária) ঘটনার তদন্তভার গ্রহণ করেছে এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পর্তুগালের বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাহবুবুল আলম তার এলাকায় একজন শান্তিপ্রিয় এবং কঠোর পরিশ্রমী ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার এই হত্যাকাণ্ডে লিসবন, আলমাদা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।