মধ্যপ্রাচ্যের আকাশসীমা খুলেছে
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৮:৩০:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ইরান-ইসরায়েল যুদ্ধ বিরতি কার্যকরের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা খুলেছে। মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধ বিরতি কার্যকরের পর এই আকাশসীমা স্বাভাবিক হয়। ফ্লাইট চলাচলও স্বাভাবিক রয়েছে মধ্যপ্রাচ্যের চারটি দেশে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ জুন বাংলাদেশ সময় রাত ৩টা থেকে কাতার, আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইটের জন্য খুলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া আকাশপথ আবারও খুলে দেওয়ার পর কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের রুটে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। এর ফলে এখন থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনের ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।
এর আগে ২৩ জুন দোহায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ কারণে উপসাগরীয় অঞ্চলের পথে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুটি বিমানকে জরুরি অবতরণ করতে হয়। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-৩২৫) ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিএস-৩৩৩), দুটিই দোহার উদ্দেশে যাত্রা করেছিল। তবে আকাশপথ বন্ধ হওয়ায় বিজি-৩২৫ বাধ্য হয়ে ওমানের মাসকটে জরুরি অবতরণ করে, আর বিএস-৩৩৩ অবতরণ করে ভারতের আহমেদাবাদে।