নিউইয়র্ক সিটির সম্ভাব্য প্রথম মুসলিম মেয়র মামদানি
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৯:১০:৩৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয় পেয়েছেন মুসলিম তরুণ জোহরান মামদানি। গত মঙ্গলবার (২৪ জুন) রাতের প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পেছনে ফেলে এগিয়ে যান জোহরান মামদানি। প্রাইমারির ফলাফল মেনে নিয়েছেন নিউইয়র্কের কুমো। প্রাইমারিতে জয়ের পর রাতের পার্টিতে সমর্থকদের সাথে তার সাফল্য উদযাপন করেন মামদানি। এ সময় তিনি বলেন, প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্য বাসযোগ্য শহরের স্বপ্ন নিয়ে প্রচারণা শুরু করার আট মাস পর আজ আমরা জিতেছি। মামদানি বলেন, প্রতিদ্বন্দ্বী কুমো পরাজয় মেনে নিয়েছেন। তিনি আশা করেন প্রতিদ্বন্দ্বিতা শেষ। যারা প্রাইমারিতে মামদানিকে ভোট দেননি তাদেরকেও সাথে নিয়ে পথ চলার অঙ্গীকার করেন তিনি। তরুণ এ রাজনীতিক আরো বলেন, আমি প্রত্যেক নিউইয়র্কবাসীর মেয়র হব।
তবে প্রাইমারির আনুষ্ঠানিক বিজয়ীর নাম আগামী সপ্তাহের আগে জানা যাবে না। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতায় সবমিলিয়ে ১১ জন প্রার্থী। চলতি বছরের ৪ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজয়ী হলে জোহরান মামদানি হবেন সিটির ১১১তম মেয়র। নিউইয়র্ক সিটি মূলত একটি ডেমোক্রেট অধ্যুষিত সিটি এবং রিপাবলিকান পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের প্রার্থীর জেতার তেমন কোনো সম্ভাবনা নেই।