বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৮:০৪:৪৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ইসরায়েল এবং তার সমর্থকদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকাস্থ ইরান দূতাবাস। ঢাকার ইরান দূতাবাস বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলের ইহুদিবাদী শাসনব্যবস্থা এবং তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের তীব্র নিন্দার জন্য ইরান কৃতজ্ঞ। বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের অমূল্য সমর্থন ও সংহতির জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এতে আরও বলা হয়, বাংলাদেশি নাগরিক, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের স্বতঃস্ফূর্ত সমর্থন, সহানুভূতির প্রকাশ এবং দৃঢ় অবস্থান ন্যায়বিচার, স্বাধীনতা এবং মানবিক বিবেকের প্রতি জাতির অটল অঙ্গীকারকে তুলে ধরেছে। ইরানি জনগণের প্রতি বাংলাদেশের এই সংহতি আঞ্চলিক সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় জাতীয় সদিচ্ছার প্রতিফলন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের এ ধরনের সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি শক্ত বার্তা বহন করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমরা আবারও জোর দিয়ে বলছি যে, সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির মোকাবিলায় জাতিসমূহের পারস্পরিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মূল্যবান সমর্থন ও সংহতি প্রকাশের জন্য আমরা বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।