সিলেটে করোনা রোগী বেড়ে ২৬
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৫, ১০:১০:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে আরো ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। সিলেটে গত ২৪ ঘন্টায় ২২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের ৪ জনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকীরা নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (৪ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে এ পর্যন্ত ৪৬৭ জনের করোনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই সময়ে সিলেটে করোনায় মারা গেছেন ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, করোনা ও ডেঙ্গুর ব্যাপারে সারাদেশের তুলনায় সিলেটের সার্বিক পরিস্থিতি এখনো ভালো। চলতি বছরে সিলেটে কোভিড আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। মৃত্যুবরণকারী দুজনই একদিকে বয়সে বৃদ্ধ ছিলেন এবং শ^াসকষ্টজনিত রোগসহ অন্যান্য রোগে ভূগছিলেন।
তিনি বলেন, করোনার সাথে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। এব্যাপারে বিশেষ করে করোনা কিংবা ডেঙ্গু আক্রান্ত হলে যে কেউ যদি নিজ থেকে আইসোলেটেড হয়ে যান তাহলে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটা কমে আসবে। বিষয়টি সবার নজর রাখতে হবে।