কাউন্সিল অব মস্ক এর ইমামদের নিয়ে সেমিনার
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ৮:১৭:১৪ অপরাহ্ন
সংবাদদাতা:
টাওয়ার হেমলেটস কাউন্সিলের মসজিদ পরিচালনার শীর্ষ সেবামূলক সংগঠন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর উদ্যোগে এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সহযোগিতায় ইমামদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজ এবং সেমিনার আয়োজন করা হয়।
শনিবার দিনব্যাপী এই সেমিনার পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের মেইল হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মাওলানা শামসুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরার সঞ্চালনায় শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ফর্ডস্কোয়ার মসজিদের ইমাম মাওলানা রেজাউল ইসলাম।
টাওয়ার হ্যামলেটেস চিল্ড্রেনস এন্ড সোস্যাল কেয়ার ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে বক্তব্য ও ডকুমেন্টারী উপস্থাপন করেন আইছোবেল উইকাম ও এফএফটি থেরাফিস্ট। সেমিনারে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম শেখ আব্দুল কাইয়ুম, দারুল উম্মার ইমাম আবুল হাছানাত চৌধুরী, স্টেপনি শাহজালাল মসজিদের ইমাম তাজুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটেস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ, প্রেসিডেন্ট শামসুল হক, ট্রেজারার সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, জয়েন্ট সেক্রেটারি মাহফুজ রব ও সাবেক কাউন্সিলর আনসার মুস্তাকিম প্রমুখ।







