যুক্তরাজ্যের বার্মিংহামে এএসএম ইমিগ্রেশন সার্ভিস এর নিজস্ব অফিস উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৭:৩১:০১ অপরাহ্ন

যুক্তরাজ্যের বার্মিংহামে এএসএম ইমিগ্রেশন সার্ভিস এর নিজস্ব অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নগর বার্মিংহাম এর কভেন্ট্রি রোডে অবস্থিত এই ইমিগ্রেশন সার্ভিস এর অফিস উদ্বোধন করা হয়। দীর্ঘদিন থেকে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে এএসএম ইমিগ্রেশন সার্ভিস। বৃহত্তর পরিসরে এবং নতুন আঙ্গিকে অফিস উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং ইমিগ্রেশন সলিসিটর আব্দুস সালাম মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ইমাম শায়খ কিয়াম উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষের অংশ গ্রহণে এক মিলন মেলায় পরিনত হয়। বিজ্ঞপ্তি







