ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করল হামাস
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৯:৩০:২০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এভিয়াতার ডেভিড নামের এক ইসরায়েলি ব্যক্তির ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। শুক্রবার নতুন এই এক মিনিটের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে ইসরায়েলি ওই জিম্মিকে একটি সরু কংক্রিটের সুড়ঙ্গের ভেতরে দেখা গেছে। এজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের ভিডিওতে ২০২৩ সালের ৭ অক্টোবর আটককৃত এক দাড়িওয়ালা ব্যক্তিকে দেখা গেছে। এএফপিসহ ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো তার নাম এভিয়াতার ডেভিড বলে জানিয়েছে।
২৪ বছর বয়সী এভিয়াতার হামাসের হামলার সময় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। ওই সময় তিনি দক্ষিণ ইসরায়েলে নোভা সঙ্গীত উৎসবে যোগ দিয়েছিলেন। গত ফেব্রুয়ারির শেষের দিকে হামাসের প্রকাশ করা আরও একটি ভিডিওতে দেখা যায়, এভিয়াতার এবং গিলবোয়া-দালাল নামের দুই জন একটি গাড়ির ভেতরে কয়েক মিটার দূরে একটি ‘জিম্মি মুক্তি অনুষ্ঠান’ দেখছেন। ২০২৩ সালের হামলায় মোট ২৫১ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে এখনো ৪৯ জন গাজায় বন্দি আছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, এদের মধ্যে ২৭ জন ইতিমধ্যেই মারা গেছেন।







