মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশি আটক
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ৭:৪৭:০৪ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশিসহ ১৯ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার খুচরা দোকান থেকে তাদের আটক করা হয়। জেআইএম বলছে, খুচরা দোকানে আটকরা ই-পিএলকেএস স্লিপ পরিবর্তন এবং মুদ্রণের কাজ করত।
রাত ৮.৩০ টা থেকে শুরু হওয়া একটি বিশেষ অভিযানের মাধ্যমে তামান মালুরির আশেপাশে চারটি স্থানে অভিযান চালানো হয়, যেখানে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের বিভিন্ন পদের কর্মকর্তারা বিশেষ অভিযানে অংশ নেন।
ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, অভিযানের আগে দুই সপ্তাহ ধরে জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ১৮ থেকে ৪৩ বছর বয়সী ১৯ জন বিদেশীকে আটক করা হয়। যাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি পুরুষ এবং তিনজন মায়ানমারের পুরুষ জড়িত। এই কার্যকলাপের মোডাস অপারেন্ডি হল বাংলাদেশি এবং মায়ানমারের নাগরিকদের লক্ষ্য করে এবং তারা এক বছর ধরে জাল ভিসা তৈরীর কাজ করে আসছে।
পরিচালক বিবৃতিতে জানান, পাসপোর্ট অনুসারে পরিবর্তিত একটি ই-পিএলকেএস স্লিপ প্রিন্ট করার জন্য ১০০ রিঙ্গিত ফি নেওয়া হত। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে দুই বাংলাদেশি পুরুষ মেয়াদোত্তীর্ণ অবস্থান করেছিলেন, যেখানে ১৪ জন বাংলাদেশি পুরুষ এবং তিনজন মায়ানমার নাগরিকের দেশে থাকার জন্য কোনও ভ্রমণ নথি বা বৈধ পাস ছিল না।
অপারেশন টিম অবৈধ কার্যকলাপ থেকে অর্জিত অর্থের মোট নগদ ১১ হাজার ৩৫৭ রিঙ্গিত, ই-পিএলকেএস স্লিপ, বাংলাদেশি পাসপোর্টের তিনটি কপি, তিনটি ল্যাপটপ কম্পিউটার, তিনটি প্রিন্টিং মেশিনও জব্দ করা হয়েছে।







