ডোনা সীমান্তে নিহতের লাশ ফেরত দেয়নি বিএসএফ
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৯:১৯:৪২ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত আব্দুর রহমান (৩৭) এর লাশ ফেরত দেয়নি বিএসএফ। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে তিন দফায় পতাকা বৈঠক হলেও লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
শনিবার রাত ১০ টার দিকে সর্বশেষ পতাকা বৈঠকে বিএসএফ জানায়, নিহত আব্দুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য তারা নিজেদের হেফাজতে নিবে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে কানাইঘাট বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে চোরাচালানের মহিষ কিনে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় আন্তর্জাতিক পিলার নং ১৩৩৮-৩৯ এর মধ্যবর্তী স্থানে ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে প্রবেশ করলে হঠাৎ করে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহমান। এসময় বিএসএফ এর গুলিতে আহত হয়ে নিহতের ভাতিজা জামিল আহমদ (২৫) ও দনা নয় নম্বর গ্রামের ছলু মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২৭) দেশে ফিরে আসতে সক্ষম হন।
ঘটনার পরপরই আটগ্রাম ক্যাম্পের বিজিবি শনিবার বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং নিহতের লাশ ফেরতের দাবি জানায়। প্রথমে বিএসএফ আশ্বাস দিলেও পরে আইনগত জটিলতা দেখিয়ে লাশ হস্তান্তর থেকে বিরত থাকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশ নিয়ে গেছে। লাশ বর্তমানে ভারতের একটি হাসপাতালের মর্গে রয়েছে। ভারতীয় পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্নের পর বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশের বিজিবিকে অবহিত করবে। পরে বিজিবি কানাইঘাট থানা পুলিশকে নিয়ে লাশ গ্রহণ করবে। এই প্রক্রিয়ার জন্য কিছুটা সময় লাগবে।







