ভারতে ১২শ টন ইলিশ রফতানির সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৭:৪৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: প্রতিবছরের মতো চলতি বছরও দুর্গাপূজা উপলক্ষে ভারতে শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছর মোট এক হাজার ২০০ মেট্রিকটন ইলিশ ভারতে রপ্তানির জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি-২ শাখার উপসচিব এস.এইচ.এম. মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে রপ্তানি করতে আগ্রহী ব্যবসায়ীদের আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে (বিকেল ৫টা পর্যন্ত) হার্ড কপিতে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







