অভিবাসী শ্রমিকদের অধিকার জোরদারে আসিয়ানে মালয়েশিয়ার দৃঢ় অঙ্গীকার
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৬:১৩ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
আসিয়ান অঞ্চলে অভিবাসী শ্রমিকদের অধিকার ও সুরক্ষা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়া। বর্তমানে এই অঞ্চলে আনুমানিক সাত মিলিয়ন অভিবাসী শ্রমিক কাজ করছেন, যারা আয়োজক দেশ ও উৎপত্তিস্থলের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মানবসম্পদ মন্ত্রণালয়ের মহাসচিব আজমান মোহাম্মদ ইউসুফ বলেন, অভিবাসী শ্রমিকরা আমাদের অর্থনীতির প্রাণ। তারা শুধু প্রবৃদ্ধিই নয়, সামাজিক উন্নয়নেও অবদান রাখছেন। সোমবার শুরু হওয়া ১৮তম আসিয়ান ফোরাম অন মাইগ্র্যান্ট লেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুই দিনের এ ফোরামের প্রতিপাদ্য ছিল-‘আসিয়ানে অভিবাসী শ্রমিকদের জন্য নিরাপদ অভিবাসন ও শালীন কাজের উপর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে পদক্ষেপ ত্বরান্বিত করা।’
আজমান স্বীকার করেন, অভিবাসী শ্রমিকরা এখনও নানা চ্যালেঞ্জের মুখে রয়েছেন- যেমন জোরপূর্বক শ্রম, অনিরাপদ কর্মপরিবেশ, অসাধু এজেন্টদের শোষণ ও উচ্চ নিয়োগ ব্যয়। এসব সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ ও দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় মালয়েশিয়া ইতোমধ্যে সোসিয়াল সিকিউরিটি অর্গানাইজেশন এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড প্রকল্পের আওতায় বিদেশি কর্মীদের অন্তর্ভুক্ত করেছে। আজমান বলেন, এ উদ্যোগ শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার তৈরিতে মালয়েশিয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করে।
মালয়েশিয়া, আসিয়ান সচিবালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, জাতিসংঘ নারী সংস্থা ও আসিয়ান মাইগ্র্যান্ট ওয়ার্কার্স টাস্ক ফোর্সের সহযোগিতায় এ ফোরামের আয়োজন করে।