ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ :ভোটকেন্দ্র বাড়ল, কমলো ভোটকক্ষ
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৫:৩০ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনের জন্য সম্ভাব্য ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৬১৮টি।বুধবার দুপুরে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।ব্যবস্থাপনার সুবিধার্থে বর্তমান নির্বাচন কমিশন ভোটকেন্দ্র বাড়ানোর পাশাপাশি ভোটকক্ষ কমানোর পরিকলল্পনা নিয়েছে। এক্ষেত্রে দুই বছর আগের দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় ভোটকেন্দ্র বেড়েছে মাত্র ৪৬৮টি আর ভোটকক্ষ কমেছে ১৭ হাজার ৪২৬টির মত।
এদিকে, ভোটকেন্দ্র নিয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি দেওয়া যাবে। আগামী ১২ অক্টোবরের মধ্যে দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে। আইন অনুযায়ী, ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করতে হবে।
ইসি সচিব জানান, এখন সারা দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে ৩০ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৬১৮টি। আগামী নির্বাচনের জন্য সারা দেশে মোট ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য ভোটকক্ষ থাকবে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং নারী ভোটারদের জন্য ভোটকক্ষ থাকবে ১ লাখ ২৯ হাজার ১০৭টি।
গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্রের বিধান বহাল রাখা হলেও নতুন নীতিমালায় পুরুষ ও নারী ভোটকক্ষের ক্ষেত্রে সংখ্যা বাড়ানো হয়েছে। সংশোধিত নীতিমালার অনুযায়ী এবার ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করতে হবে।আগে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্রে ৫০০ জন পুরুষ ভোটার ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি করে কক্ষ নির্ধারণের বিধান ছিল।
সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ১১ কোটি ৯১ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। সেখানে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি।







